সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, গনবিরোধী নির্বাচনী তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপি এবং সমমনা দলের চলমান ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ঝালকাঠি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকাল ৬.৩০ টায় ঝালকাঠী -বরিশাল সড়কে আমিরাবাদ এলাকায় মিছিল করেছে জেলা বিএনপি, সকাল ৭ টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া অংশে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে এতে নলছিটি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আদিব হাসান সহ উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলো। অপরদিকে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর নেতৃত্বে সকাল ৬ টায় ঝালকাঠি -খুলনা মহাসড়কে বৈদারাপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়েছে, এতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আহসান সহ জেলা যুবদলের আহবায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠি -বরিশাল সড়কের বটতলা এলাকায় । বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে কিছু সময় রাস্তা অবরোধ করেন । অবরোধে অংশগ্রহনকারী নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে দেয়ার দাবী ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গণবিরোধী তফসিল বাতিল করার দাবী জানিয়ে এবং বিএনপি মহাসচিব সহ আটক সকল নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ খবর পেয়ে অবরোধের স্থান সমূহ থেকে গাছের গুড়ি ও আগুন দেয়া টায়ার সড়িয়ে ফেলে এবং অবরোধ কারীদের আটকের চেষ্টা করে।