চমেক হাসপাতালে শুরু হলো হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মাসুদ পারভেজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চট্টগ্রাম জেলার হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৭ মে) সকালে হাসপাতালের মূল ভবনের দোতলার সম্মেলন কক্ষে স্বাস্থ্য পরীক্ষার এ আয়োজন করা হয়। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. অংসুই প্রু মারমা জানান, প্রায় সাড়ে ৮ হাজার হজ যাত্রীর নাম স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে তালিকাভুক্ত হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল অফিস হতে নির্ধারিত নমুনা ফরম সংগ্রহ করে প্রত্যেক যাত্রীর জন্য দুই কপি করে ফরম পূরণ পূর্বক তা হাসপাতাল অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি হাসপাতালের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়ার যাবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার দিন হজ যাত্রীর ইউরিন, র্যান্ডম ব্লাড সুগার , এক্স-রে (চেস্ট পি/এ ভিউ), ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ সিএসআর), ব্লাড গ্রুপিং (আরএইচ টাইপিং) পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনতে হবে।