চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত এমপি রুহেল নিজের নির্বাচনী পোস্টার নিজেই অপসারণ করলেন!
আতিকুল হা-মীম | চট্টগ্রাম প্রতিনিধি | ১০ জানুয়ারি, ২০২৪।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিজয়ী মাহবুব উর রহমান রুহেল নিজের নির্বাচনী পোস্টার অপসারণ করছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজ এলাকা উপজেলার ধুম ইউনিয়নে কয়েকজন কর্মী নিয়ে টাঙ্গানো পোস্টারগুলো অপসারণ করেন।
মাহবুব উর রহমান রুহেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টার অপসারণের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে কোনো প্রকার লেমিনেশন কিংবা প্লাস্টিক ব্যবহার করা হয়নি। তবে কুয়াশা থেকে রক্ষার জন্য কিছু কিছু নেতাকর্মী প্লাস্টিক কভারযুক্ত পোস্টার ব্যবহার করেছেন। এ ধরনের পোস্টার যতগুলো আমার নজরে এসেছে তা অপসারণ করেছি, করিয়েছি।’
তিনি আরও লিখেন, ‘আমার নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান, যেসব স্থানে প্লাস্টিকযুক্ত পোস্টার রয়েছে তা যেন দ্রুত অপসারণ করা হয়। অন্য প্রার্থীদেরও এই অনুরোধ জানাই। সবাই মিলে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। স্মার্ট মিরসরাইয়ের যাত্রা শুরু হোক এভাবেই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৬ ভোট।