মাসুদ পারভেজ
জনবহুল স্থানে জটলা পাকিয়ে ছিনতাই করতেন তিনি
চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে মো. জাবেদুল ইসলাম জাহেদ (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। বুধবার (১৭ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহেদের কাছ থেকে লুণ্ঠিত ৬০ হাজার টাকা জব্দ করা হয়। জাহেদ ছিনতাইকারী দলের প্রধান বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ১৫ মে সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়ের জনবহুল স্থানে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে তিন ছিনতাইকারী আটকে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন থানায় মামলা করেন।
এরপর তদন্তকালে ছিনতাইকারীদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে জাবেদুল ইসলাম জাহেদ নামে ছিনতাইকারী দলের প্রধানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকরা ৭০ হাজার টাকা মধ্যে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।