চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
মাসুদ পারভেজ
চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
চট্টগ্রাম: অসহ্য গরমের মধ্যে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সেইসঙ্গে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদনও।
পিডিবি সূত্রে জানা গেছে, সোমবার (৮ মে) দিনে (অফ পিক আওয়ারে) চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট।
তবে চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে ২৫০-৩০০ মেগাওয়াট কম । এজন্য সূচি মেনে লোডশেডিং করা যাচ্ছে না।
পিডিবির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী বলেন, চট্টগ্রামে চাহিদার চেয়ে ২৫০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। বৃষ্টি হলে বিদ্যুৎ চাহিদা কমে আসবে।
তখন লোডশেডিং কমবে।
এদিকে অসহনীয় গরমের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নগরের সবখানে।
নগরের দামপাড়া এলাকার বাসিন্দা সুমন সিকদার বলেন, অসহ্য গরমের মধ্যে ঘণ্টায় লোডশেডিংয়। গরমে বাসার বয়োজ্যষ্ঠ ও শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।