গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের উদ্যোগে ডেঙ্গু জ্বরের সচেতনতামূলক মাইকিং।।
মোঃইব্রাহীম,প্রতিনিধি,মুক্তাগাছা,ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়, গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের আয়োজনে এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব এর সহযোগিতায় সচেতনতা মূলক মাইকিং প্রচার করা হইতেছে। গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউস ২০০৩ সাল থেকে গ্রামীণ হতদরিদ্র ও প্রান্তিক ভূমিহীনদের অধিকার বাস্তবায়ন সহ স্বাবলম্ভি নিশ্চিত করণে, বিভিন্ন প্রকার প্রকল্প নিয়ে কাজ করে আসছে। এডাবের সক্রিয় সদস্য হিসেবে, গ্রাউসের অনেক অবদান রয়েছে, তারই ধারাবাহিকতায় এভাবের সহযোগিতায় গ্রাউস কার্যক্রমটি পরিচালনা করছে। ডেঙ্গুর প্রাদুরভাব সারাদেশেই দেখা দিয়েছে, মুক্তাগাছা উপজেলাতেউ ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে, ভয় না পেয়ে, আমাদের সম্মেলিত ভাবে এর মোকাবেলা করতে হবে। জমে থাকা পানি পরিস্কার সহ মশারী ব্যবহার করতে হবে। এলাকাবাসির সাথে, কথা বলে যানা যায়, গ্রাউস তাদের প্রাণের সংগঠন। বিগত একুশ বছরে, অনেক উন্নয়ন মূলক কার্যক্রম, বাস্তবায়নের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী করেছেন। মাদক বন্ধের কার্যক্রম নিয়ে কাজ করতে যাইয়া, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। মাদক ব্যবসায়ীরা, খুবই শক্তিশালী হিসাবে, কিছু অপপ্রচার করে, কার্যক্রম বন্ধের , অনেক বৃথা চেষ্টাই, করেছেন। এখানে প্রচুর মাদকের ব্যবহারের মাধ্যমে, যুবসমাজ দিন দিন, পরিবারের তথা সমাজের তথা দেশের সমস্যা হয়ে দাড়িয়েছে। মুষ্টিমেয় কয়েকজন এর ছত্রছায়ায়, মাদক ব্যবসায়ীরা এই সুযোগ পেয়েছেন। প্রশাসনের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন জরুরি হয়ে পরেছে।