মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ আনিচুর রহমান।
বুধবার (২ আগস্ট) তিনি গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ পুলিশ পরিদর্শক হিসাবে নিয়োজিত ছিলেন।
এছাড়াও বিগত দিনে তিনি দেশের গুরুত্বপূর্ণ ৪ টি থানায় অফিসার ইনচার্জ হিসাবে সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেন। গোপালগঞ্জে যোগদান করে তিনি প্রথমে মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান গণমাধ্যমকে জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, পূণ্যভূমি, গোপালগঞ্জে যোগদান করতে পেরে আমি সত্যিই গর্বিত। জেলা সদরে জনগণের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা সহ গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর নিকট সকল ধরনের পুলিশী সেবা দ্রুত পৌঁছে দিতে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। অচিরেই আমি গোপালগঞ্জ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।