গোপালগঞ্জ সদরে অ্যাম্বুলেন্স ও ভেকুর সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকের পরিচয় পাওয়া গেছে; তার নাম মমিন খান। তিনি রাজবাড়ির কালুখালি থানার বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত ৮ জনের পরিচয় মিলেছে
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মাটিকাটা ভেকু মেশিনের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন মার যায় এবং কমপক্ষে ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ চারটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে