গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত সন্মানিত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়ের যোগদান
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত সম্মানিত পুলিশ সুপার আল- বেলী আফিফা মহোদয়ের গোপালগঞ্জ জেলায় যোগদান উপলক্ষ্যে আজ তিনি টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এ সময় তিনি সহকর্মীদের সাথে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে স্মরণ করেন এবং জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত এক দোয়া অনুষ্ঠানে শরিক হন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে পুলিশ সুপার মহোদয় তাঁর পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করেন।
উল্লেখ্য নবনিযুক্ত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালে ২৫ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি ইতোপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টারস-এ; এবং শান্তিরক্ষী মিশনে সাউথ সুদান ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মিশন হেডকোয়ার্টারস-এ চাকুরি করেছেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মস্মৃতি ধন্য গোপালগঞ্জ জেলার অপরাধ প্রতিরোধ, দমন ও সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।