মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
আজ শুক্রবার (২৯ জুন) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরিফুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মারাত্মক আহত ১০জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরিফুল হক জানান, ডিলাক্স নামের একটি লোকাল যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ছেড়ে মাদারীপুরের টেকেরহাটের দিক যাচ্ছিল। এসময় বাসটি সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে ওই বাসে থাকা অন্তত: ৩০ যাত্রী আহত হন।
পরে স্থানীরা জাতীয় পরিসেবা ৯৯৯ ফোন দিলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধর করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।