গোপালগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম এর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ এর সিভিল সার্জন নেওয়াজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর পৌর মেয়র শেখ রকিব হোসেন ও গোপালগঞ্জের সকল মেয়র, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, কোটলিীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ন বিশ্বাস, গোপালগঞ্জ এর সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ সহ জন প্রতিনিধিরা । এ সময় জেলার বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয়ে পর্যালচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।