গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অনুষ্ঠিত।
বিশ্বজিৎ চন্দ্র সরকার – জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। টুঙ্গিপাড়া উপজেলা কমিটি।
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম ও ৩০ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৩ ইং।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ তোমাম্মেল হক( টুটুল) মেয়র টুঙ্গিপাড়া পৌড়সভা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আল মামুন উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া উপজেলা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম কবির আহম্মেদ, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজিজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়া উপজেলা কমিটি পরিচালনায় ছিলেন রাসেল শেখ,সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়া উপজেলা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার সহ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা কমিটির কার্যকরী সদস্য বৃন্দ।
সুশৃঙ্খল ও সুন্দর উদ্যোগী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর অধ্যায়নরত ছাত্র – ছাত্রী শিশু – কিশোর গ্রুপ হিসেবে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিভার বর্হিপ্রকাশ করে প্রতিযোগিতার মাধ্যমে।
যেমন কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ইত্যাদী।
সর্বশেষ বিচারকের বিচারের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে তাদের কে পুরষ্কৃত করা হয়।