গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ০১ নং কুশলী ইউনিয়ন পরিষদে বিসিবির পন্য সামগ্রি বিতরণ করা হয়।
মতিউর রহমান - প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় ০১ নং কুশলী ইউনিয়ন পরিষদে ১০৭১ জনের কাছে বিক্রি করা হয়েছে টিসিবির পন্য।কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বেলায়েত হোসেন এবং ০৭ নং ওয়ার্ড সদস্য মো: ফায়েক শেখ সাংবাদিকদের এ তথ্য দেন।জানা যায় এবার দেওয়া হচ্ছে ডাল - ২ কেজি,সয়াবিন তেল -২ লিটার, এবং চাল -৫ কেজি এ তিন আইটেম।নির্ধারিত মূল্য হিসেবে নেওয়া হচ্ছে ৪৭০ টাকা।চেয়ারম্যান বেলায়েত হোসেন আরও জানান যে,যাদের নাম আগে থেকে নির্ধারণ করে লিষ্ট করা রয়েছে তাদের কেই এ পন্য নির্ধারিত মূল্যে প্রদান করা হচ্ছে।
কুশলি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে তার ওয়ার্ডের জনগনদের নির্ধারণকৃত সংখ্যার প্রেক্ষিতে এ পন্য দেওয়া হচ্ছে।
যেমন ০১নং ওয়ার্ড সদস্য ১৪৮ জনকে,০২ নং ওয়ার্ড সদস্য ৯৩ জনকে,৩নং ওয়ার্ড সদস্য ১৬০ জনকে,০৪ নং ওয়ার্ড সদস্য ১০১ জনকে,৫নং ওয়ার্ড সদস্য ৮১ জনকে,৬ নং ওয়ার্ড সদস্য ১৪৫ জনকে,০৭ নং ওয়ার্ড সদস্য ১৫৫ জনকে, ০৮ নং ওয়ার্ড সদস্য ৯৪ জনকে,এবং ০৯ নং ওয়ার্ড সদস্য ৯৪ জনকে নির্ধারনকৃত পূর্বের সংরক্ষিত তালিকা অনুসারে এ টিসিবির পন্য প্রদান করেছে আজ।স্বরজমিনে পরিষদ ভবনের উপস্থিত জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, আজ অধিকাংশ ইউপি সদস্যগন সুন্দর ও সুষ্ঠু ভাবে এ পন্য তাদের ওয়ার্ডের লিষ্টকৃত জনগনের মাঝে নির্ধারিত মূল্যে প্রদান করেছেন
বিশেষ উল্লেখ্য যে,০২ নং ওয়ার্ডের উপস্থিত কিছু জনগনের থেকে,তাদের ওয়ার্ড সদস্যের প্রতি বিরুপ মতামতের প্রকাশ পাওয়া যায়।
বিস্তারিত জানতে এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।