গাজীপুরের কালিয়াকৈর থানা পরিদর্শন করলেন ডিআইজি-ক্রাইম।
সিনিয়র বিশেষ ক্রাইম ইনভেস্টিগেটরঃ কাজি মাহাবুব আলম
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মাশরুকুর রহমান খালেক, বিপিএম-বার গাজীপুর জেলা কালিয়াকৈর থানা, ট্রাফিক অফিস ও ডিএসবি বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।
পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি মোঃ মাশরুকুর রহমান খালেদ কালিয়াকৈর থানা, ট্রাফিক অফিস ও ডিএসবি গাজীপুরের পরিদর্শন প্যারেডসহ সার্বিক কার্যক্রম নিবিরভারে পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন সম্পর্কে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এই সময় গোলাম রাব্বানী শেখ পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্); মোঃ রবিউল ইসলাম পিপিএম- সেবা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি; ডা. নন্দিকা মালাকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী আকবর আলী খানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।