গরীব দুঃখী ও ইয়াতিম ছেলেদের সাহায্য কারী সংগঠনের নাম ফুড ব্যাংক বাগেরহাট
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফুড ব্যাংক বাগেরহাট নামের সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র রমজান মাসের শুরু থেকে পথ শিশুদের মাঝে ও হাফেজ ইয়াতিম ছেলেদের ইফতার বিতরণ করে যাচ্ছে
আজ পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক মাগফেরাত ১৯শে রমজান ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া হযরত আমীর হামজা রা দাখিল মাদ্রাসার ইয়তিম খানা ও পবিত্র কুরআনের হাফেজ দের মাঝে ফুড ব্যাংক বাগেরহাট সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
উক্ত ইফতারি অনুষ্ঠানে সার্বিক ও আর্থিক সহায়তা প্রদান করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহাৎ বেক্তি তার অনুদানের অর্থ দিয়ে পবিত্র কুরআনের হাফেজ ও ইয়াতিম দের মাঝে ইফতারি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
ফুড ব্যাংক বাগেরহাট সংগঠনের আগামী স্বপ্ন অসহায় গরীব দুঃখী ও ইয়াতিম ছেলেদের নতুন কাপড় ও ঈদ সমগ্রী বিতারন ফুড ব্যাংক বাগেরহাট সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সৈয়দ অনুজ সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন এবং সংগঠনে আর্থিক সহায়তা হাত বাড়িয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সকল কে এগিয়ে আসার আহ্বান জানান
সাহায্য সহযোগিতা করার জন্য যোগাযোগ করুন
মোঃ সৈয়দ অনুজ ফোন নাম্বার +8801608164999 বিকাশ
মোঃ হাফিজুর রহমান ফোন নাম্বার 01701422661 বিকাশ