স্টাফ রিপোর্টারঃ সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন দাবি দেয়া নিয়ে কর্মবিরতি পালন করে দেশের সব পুলিশ সদস্যরা। অবশেষে কর্মস্থলে ফিরেছে তারা।স্বাভাবিক কার্যক্রম শুরু করছেন। আজ মুক্তাগাছা গণ অধিকার এর পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফুলের শুভেচ্ছা পেয়ে পুলিশ সদস্যরা বলেন, দেশের জান মাল রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা অপরিসীম। তারপরও অতীতের ভুলত্রুটি শুধরে নতুন করে সামনের দিকে অগ্রসর হবো, ইনশাআল্লাহ।
এ সময় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ বাহিনীকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শাহীনূর আলম বলেন, অন্যায় ও দূর্নীতি প্রতিরোধে এবং নেশা ও মাদক নির্মূলে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সর্বদলীয় কমিটির মাধ্যমে অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ এসএম জিন্না মিয়া আকাশ, সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা, হাকিম মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা, ডাঃ নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা, মোঃ শাহীনুর আলম, সভাপতি গণঅধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা, মোঃ দেলোয়ার হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা, মোঃ আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গণঅধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা, নূর মোহাম্মদ, সভাপতি যুব অধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা, মোঃ এনামুল হক রায়হান, সাংগাঠনিক সম্পাদক ছাত্রঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা, মোঃ কাউসার, সভাপতি শ্রমিক অধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা প্রমূখ।