গঙ্গাচড়ায় সৌদি বাদশার পক্ষ থেকে খাদ্য ঝুড়ি বিতরণ
আবু তালেব,সিনিয়র রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্র সৌদি আরব এর পক্ষ থেকে গঙ্গাচড়া কুড়িবিশ্বা দোলাপাড়া এলাকার ১ হাজার পরিবারের মাঝে চাউল, ডাল, চিনি, তেল, লবণ সহ খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টায় গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা দোলাপাড়া ঈদগাহ মাঠে সুনবুল্লাহ ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা বাংলাদেশ এর আয়োজনে এ খাদ্য ঝুড়ি বিতরণ করা হয় ।
আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য ঝুড়ি বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা কৃষক লীগের কার্য নির্বাহী সদস্য ওমর ফারুক, ৩ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুল হামিদ, আনছার আলী প্রমুখ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জনাব এরশাদ আব্দুল হাফিজ ও মোরশেদ আলম।