মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
– খুলনার রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় ভাইয়ের ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। রোববার রাতে নিজের ফেসবুকে পেজে তিনি এ ঘোষণা দেন। সালাম মুর্শেদীর ভাতিজা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে সালাম মুর্শেদী লিখেন, ‘রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। যেখানে আমার ভ্রাতুষ্পুত্র নোমান ওসমানী রিচি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। যে প্রার্থীতায় আমি যুগপৎ দুঃখিত।’তিনি আরও উল্লেখ করেন, ‘আমার সামাজিক রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে আমার রাজনৈতিক প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় নোমান ওসমানী রিচি রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছে। তার নৈতিক স্খলন ও অসৎ মানসিকতার কারণে আমি তাকে পরিত্যাগ ঘোষনা করি। আমার এই ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই। বিষয়টি সুস্পষ্টভাবে জানানোর জন্য ঘোষণাপত্রটি প্রকাশ করলাম।’