খুলনার দিঘলিয়ায় জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক -২
মিল্টন মন্ডল,
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম-সেবা'র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩০জুলাই (রোববার) রাত ১১টার দিকে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্টার ২ নং গেট বাজারের জনৈক লিপুর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শহিদুল মোল্যা (৪৫), পিতা- মৃত ধলা মোল্যা, সাং-হাজিগ্রাম, ২। মোঃ ইদ্রিস মোল্যা (৬৭), পিতা- মৃত সুলতান মোল্যা, সাং-চন্দনীমহল, উভয় থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়কে আটক করেন। এ সময় আটক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ১কেজি ২'শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্বার করে জেলা ডিবি খুলনা। উক্ত ঘটনায় এসআই সৌরভ কুমার দাস বাদী হয়ে দিঘলিয়া থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য: ১ নং আসামীর নামে মাদকদ্রব্য আইন মামলা রয়েছে।