মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫ টি চায়না দুয়ারী ও অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় দাকোপ উপজেলার বাজুয়া চড়া নদী ও চুনকুড়ি নদী হতে বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় মোট আটটি অবৈধ নেট পাটা বিনষ্ট করা হয় । এছাড়াও ১৫ টি চায়না দুয়ারী ও অন্যান্য অবৈধ জাল জব্দ করে বাজুয়া আনন্দ মেলার মাঠে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান বলেন ০৮ অক্টোবর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসকল অবৈধ জাল উদ্ধার করা হয়। আমাদের অভিযান চলছে পরবর্তীতেও এই অভিযান পরিচালনা করা হবে।