মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী মোল্লা বাড়ির সামনে রাস্তার বেহাল দশা। যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানান নির্বাচন আসলে দাকোপে নেতার ছড়াছড়ি পরে আর এদের এলাকায় খুঁজে পাওয়া যায় না আর যদি এলাকায় দেখা যেতো তাহলে এলাকার রাস্তা ঘাটের অবস্থা এমন থাকতো না। ইউনিয়ন নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন নেতারা নির্বাচন এলে বলেন আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জোয়ার বইয়ে দিবো রাস্তা-ঘাট, ব্রিজ-কালবার্ট, মানুষের উন্নয়ন জীবন -যাপনের কোন সমস্যা থাকবে না। দুঃখের কথা কি বলবো ভাই নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না আর যদি এলাকায় দেখা যেতো তাহলে তারা যখন এই রাস্তা দিয়ে হাটতো তখন হয়তো রাস্তা-ঘাট ভালো হতো। ৮০ বছরের এক বৃদ্ধ বলে ভাইপো তুমি মনে হয় সাংবাদিক এলাকায় এসে আমাদের এই অবস্থা শুনছো তাই তোমাকে বলি আমি চোখে তেমন ভালো দেখতে পাইনা তবে কাছে থেকে দেখে মোটামুটি বুঝতে পারি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখি যখন নির্বাচন আসে তখন গাড়ি ভরে ভরে প্রার্থীদের প্যানা- পোস্টার দিয়ে রাস্তা-ঘাটের পাশের গাছ, দোকান ঘর, বাড়ি কোথাও ফাঁকা থাকে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রার্থীরা এসব করে থাকে বলোতো বাবা এরা যদি এসব না করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতো তাহলে কি আমাদের রাস্তা-ঘাটের অবস্থা এমন থাকতো। এলাকার রবিউল ইসলাম বলেন মানলাম ভাঙ্গন কবলিত জায়গা, তবুও এখনও গাড়ি ঘোড়া চলার মত পরিবেশ আছে। বৃষ্টির মধ্যে চলাচলের জন্য বেশি কিছু প্রয়োজন নয়, ৫০ বস্তা ধূলাবালি দিলে পানখালী, হোগলাবুনিয়া, কাটাবুনিয়া, মৌখালী সহ বটিয়াঘাটার কয়েকটি গ্রামের হাজার হাজার জনগন অনায়াসে চলাচল করতে পারে। সত্যি বলতে কি দেখার মত যোগ্য ব্যক্তি পানখালী ইউনিয়নে কি নাই। না কি যেখানে স্বার্থ নাই সেখানে কেউ নাই? হে জনগন সময় থাকতে বোঝেন আপনার কথা কেউ ভাবে না। এলাকার আর এক যুবক বলেন এটা দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী মোল্লা বাড়ির সামনে রাস্তা। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের চলাচল। এই ভোগান্তির আছে কি কোন শেষ? প্রশ্নটা কার কাছে করবো? কোথায় করবো ?এটা বুঝতে পারছি না। একটা রোগী অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উপায় নাই। তাই আমি আমরা এলাকাবাসী দাবি করে বলতে চাই দাকোপ উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করে আমাদের এই দুরাবস্থার হাত থেকে রক্ষা করুন মুক্তি দিন, মুক্তি দিন।