মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপে পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদ্যাপন কমিটির আয়োজনে ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মষ্টামী পালিত হয়েছে। দাকোপ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, চালনা বাজার ও গোড়কাঠি সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির, চালনা পৌরসভার যৌথ সহযোগিতায় এ লক্ষ্যে (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চালনা বৌমার গাছতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপূর্বে মন্দির চত্বরে পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদ্যাপন কমিটির আহবায়ক ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং চালনা বৌমার গাছতলা, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ ঢালীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলার বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিত লাল রায়, চালনা পোৗরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদ্যাপন কমিটির সদস্য সচিব ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল, চালনা পৌর মেয়র সনোত কুমার বিশ্বাস, চালনা বাজার সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহন লাল সাহা, চালনা বাজার সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা গোড়কাঠি সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক বিধান রায়, শিক্ষক পরিমল চন্দ্র বিশ্বাস, বিকেন চন্দ্র গাইন, প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, মতুয়া সংঘের পক্ষে গোষাই তাপস রায়, কনিকা বৈরাগী প্রমুখ। উল্লেখ্য শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতারণ করা হয় এবং সন্ধায় ধর্মীয় মাঙ্গলিক আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।