মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনার দাকোপে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে প্রতিটি মন্দির প্রাঙ্গণ নব নব আলোক সজ্জায় সুসজ্জিত। পূজা মন্ডপ পরিদর্শন করে দেখা যায় মন্ডপ ঘর, গেট, রাস্তায় বিভিন্ন প্রকার মিউজিক বাতি ও লাইটিং এর মাধ্যমে আলোক সজ্জায় সুসজ্জিত। কি যে এক অপরুপ দৃশ্যর সৃষ্টি হয়েছে তা না দেখলে বুঝা যাবে না।
পূজারীরা জানান সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে খুলনার দাকোপের পাড়া মহল্লায় আনন্দে নেচে উঠেছেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা। মন্ডপগুলোতে শুরু হয়েছে উৎসবের মহাআনন্দ । উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা জানান এবার দাকোপ উপজেলায় মোট ৮৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহা উৎসব। দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত সকল শারদীয় দুর্গাপুজা মন্ডপে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় আছে পুলিশি প্রশাসনসহ স্থানীয় সেচ্ছাসেবক, আনসার বাহিনী সহ থানা পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক টহল দিচ্ছেন।