মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপে রাজস্ব বাজেটের অর্থায়নে ১২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩শত ৩৯ কেজি পোনামাছ বিতরণ ও অবমুক্ত করা হয়েছে।
এ লক্ষ্যে (১০ অক্টোবর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মেরিন ফিসারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।