মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে দাকোপে চুনকুড়ি ও পশুর নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানাগেছে,(২৩ অক্টোবর) সোমবার দিনব্যাপি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চুনকুড়ি ও পশুর নদীতে বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ ইলিশ মাছ ধরা জাল উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,নৌপুলিশ সদস্য এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। পরে উদ্ধারকৃত ইলিশ মাছ ধরা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।