মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের চালনা পৌরসভায় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে ডলি রায় নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সূত্রে জানা যায় ২৩ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনের ভূমি পাপিয়া সুলতানা মেয়াদোর্তীর্ন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী চালনা পৌরসভার পুরাতন গরুর হাটের পশ্চিম পার্শে তোহা স্বপ্ন বাজার প্রতিষ্ঠানের মালিক ডলি রায়(৪১) এর নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশান অফিসার ছিলেন দাকোপ উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর নারায়ন রায়,উপস্থিত ছিলেন নাজির কিরনবালাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরৃন্দ। এছাড়াও স্থানীয় সূত্রে জানাযায় চালনা বাজারের মোঃ ইউসুফ সরদারের স্ত্রী ডলি রায় মিথ্যা বিজ্ঞাপন ও অবৈধ প্রক্রিয়ায় পন্য বাজারযাত করণ করে প্রতিষ্ঠানটি রাতারাতি পরিচিতি লাভ করে এ অবৈধ ব্যাবসা কার্যক্রম করে আসছিল।