মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য ০৯ অক্টোবর সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন। এ ব্যাপারে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার বলেন, দাকোপে ৮৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি ও গুরুত্বপূর্ণ ৪৫ টি এবং সাধারণ ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গুরুত্ব বুঝে মন্ডপ অনুযায়ী আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। দায়িত্ব বন্টনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল মামুন।