খুলনার দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
- “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ এর মহড়া, বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় রবিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, টিম লেডার দেবাশিষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধিগন।