মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউপি সদস্য কনিকা রায়, কৃষক আশিতোষ মিস্ত্রী প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।