মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের লাউডোব খুটাখালি বাজারের মোঃ জলিল মোল্লার পুত্র আলামিন মোল্লাকে বিনা কারণে ও বিনা অনুমতিতে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আটক করে গত ২৮শে অক্টোবর শনিবার প্রহার করায় ৩ নং লাউডোব ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) নিমাই জর্দ্দারকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করেছে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ বলেন ঐ দিন আমি পরিষদে উপস্থিত ছিলাম না। এই ঘটনা ঘটার পর আমাকে সকলে জানালে আমি ছেলেটির উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দি এবং তার চিকিৎসার সকল ব্যবস্থা করি। সাথে সাথে পরিষদের দফাদার নিমাই জর্দ্দারকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করি এবং জবাব দেওয়ার পর বিধিমালা অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। দফাদার নিমাই জর্দ্দারের কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, কেন আলামিন মোল্লাকে এভাবে প্রহার করা হয়, যাহা ইউনিয়ন পরিষদের একজন কর্মচারী হিসাবে অনুচিত ও ক্ষমতার অপব্যবহারের সামিল ও চাকুরি বিধিমালার পরিপন্থী। এমতাবস্থায় এহেন কার্যকলাপের জন্য আপনার বিরুদ্ধে চাকুরী বিধিমালা ভঙ্গের কারণে কেন ব্যবস্থা গ্রহণ করা হইবে না সে লক্ষ্যে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হইল। প্রহারকারী দফাদার নিমাই জর্দ্দারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করায়
এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন এর যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজকে। সাথে সাথে এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দৈনিক আমার সংবাদ প্রতিদিনকে আলামিন মোল্লাকে লাউডোব ইউনিয়ন পরিষদের দফাদার নিমাই কর্তৃক বেদম মারপিট করার খবর প্রকাশ করার জন্য।