খুলনার দাকোপে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দাকোপ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়/সরকারী/বেসরকারী বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুধীজন, সাংবাদিকগণ প্রমুখ। এ সময়ে উপজেলার মোট ৪৪ টি জলাশয়ে ৪৪১ কেজি ১০-১৫ সে.মি আকারের কার্প জাতীয় মাছের সুস্থ ও সবল পোনা অবমুক্ত করা হয়।