মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের লাউডোব বুড়িরডাবুর বাঁধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালক আসাদুজ্জামান সানা (৩০)কে বেদম মারপিট করে এলাকার মিল্টন শেখ (২৩), সাহেবালি শেখ (৫৪) আয়নামতিসহ অনেকে। জানা যায় রেজাউল সানার পুত্র আসাদুজ্জামান সানা এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যাটারি ভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছে। ভ্যান চালক আসাদুজ্জামান সানাকে মেরে আহত করায় তার স্ত্রী বাজুয়ায় চিকিৎসা করাতে এসে পুলিশ ও সাংবাদিকের কাছে বলেন আমার স্বামীকে মিল্টন শেখ, সাহেবালি শেখ, আয়নামতি সহ আরো অনেকে এসে বেদম মারপিট করে তাই আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেছে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজুয়ায় নিয়ে এসেছে। খবর পেয়ে আমরা ছুটে এসেছি। ৩১ শে অক্টোবর মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় তারা মারপিট করে আহত করে। তিনি আরো বলেন এই মারপিটের তিন দিন আগে আমার স্বামীর ভ্যান ঠিক করে এরা খুলনায় ভাড়া নিয়ে যাওয়ার জন্য এবং কিছু টাকাও বায়না সরুপ দেয়। পরে ওরা খুলনায় যায়না। এরপর তার কাছে বায়নার টাকা ফেরত চায়। তারা বলে যে আমার খুলনায় যাওয়া হয়নি বায়নার টাকা ফেরত দাওয়া। আমার স্বামী বায়নার টাকা ফেরত না দিতে চাইলে তাকে এভাবে মারপিট করে বলে জানান।
এদিকে আসাদুজ্জামানের জ্ঞান ফিরে আসলে আসাদুজ্জামান বলেন আমার ভ্যান ভাড়া করেছে আমাকে নিয়ে খুলনায় যাবে সকালে। আমি সারাদিন মিল্টনের জন্য বসে থাকি রাস্তায় সে আসে না আমি কোন ভাড়াও চালায়নি ঐদিন কখন সে আসে যেহেতু সে টাকা দিয়ে রেখেছে। পরের দিন মঙ্গলবার সকালে এসে আমাকে বলছে টাকা দে আমাকে ফেরত। আমি বলেছি আমাকে সারাদিন বসিয়ে রেখেছো এখন আমি টাকা ফেরত দিতে পারবো না বাজার করে খেয়ে ফেলেছি। তখন কথা বলতে বলতে আমাকে মারপিট শুরু করে আরো লোকজন নিয়ে আমাকে মারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাই আমি এই মারপিটের সুষ্ঠ বিচার চাই সকলের কাছে। গরীব অসহায় এই ভ্যান চালক বর্তমানে ইউপি সদস্য আনিসুর রহমান বাবলু গাজীর হেফাজতে তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে ইউপি সদস্য জানান।