মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনার দাকোপের লাউডোব বাজারের ভ্যান চালক ও দিন মজুর জলিল শেখের পুত্র আলামিন শেখ (২২) কে লাউডোব ইউনিয়ন পরিষদের চৌকিদার নিমাই কর্তৃক বেদম মারপিট করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিন মজুর জলিল শেখ বলেন আমার ছেলে কলেজে পড়াশোনা করছে তাকে নিমাই চৌকিদার ডেকে নিয়ে বেদম মারপিট করে। আপনারা বলেন এভাবে কি কাউকে কেউ মারে আমার ছেলে এমন কি অপরাধ করেছে তাকে এভাবে মারতে হবে। অভিভাবক হিসেবে তো আমরা ছিলাম আমাদের তো বলতে পারতো। গঠনাস্থলে উপস্থিত বাজার বাসি জানান তুচ্ছ গঠনাক কেন্দ্র করে এই গঠনার সৃষ্টি হয়েছে। তারা বলেন বাজারের ছাবড়া ঘরে ছোট ছোট ছেলেরা পায়ের জুতা চালাচালি করে খেলছিলো এমন সময় লিপিকা মেম্বার যাচ্ছিলো তার গায়ে নাকি জুতা লেগেছে। তখন লিপিকা মেম্বার ছেলেদের ডেকে চর-থাবর মারে এবং বকাবকি করে এমনকি গালাগালি করে তখন আলামিন এর প্রতিবাদ করে। পরে চৌকিদার তাকে ধরে নিয়ে এমন মারধর করে। ২৮ শে অক্টোবর শনিবার এই গঠনা গঠে বলে পরিবার জানান। তারা বলেন আলামীনকে মেরে ছেড়ে দিলে এলাকার শত শত লোক এসে তার এই অবস্থা দেখে সকলে দুখঃ প্রকাশ করে এবং দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমান আলামিন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।