খুলনার দাকোপের লাউডোবে ধান খেতে কারেন্ট দেওয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দাঁতের ডাক্তার অশোক মন্ডলের মা ও স্ত্রীর মৃত্যু
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
- খুলনার দাকোপের লাউডোবে বোরো ধান খেতে ইদুর মারার জন্য কারেন্ট দেওয়ায় শাক তুলতে গিয়ে দাঁতের ডাক্তার অশোক মন্ডলের মা ও স্ত্রী বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। জানা যায় দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদের পাশে বোরো ধান চাষি অংশু বিশ্বাস তার মাছের ঘেরে চাষ কৃত বোরো ধান খেতে ইদুরের আক্রমণ ঠেকাতে জিআই তারে কারেন্ট শর্ট দিয়ে রাখে। ১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাশের বাড়ির দাঁতের ডাক্তার অশোক মন্ডলের মা নমিতা মন্ডল (৫৫) খেতের আইলে শাক তুলতে গিয়ে কারেন্ট শর্ট লেগে কাঁপতে থাকে এই অবস্থায় পুতের বউ টুম্পা মন্ডল (৩৪) শাশুড়ি মাকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং মাকে ধরার সাথে সাথে তাকেও কারেন্টে শর্ট করে। পরে টুম্পার স্বামী দাঁতের ডাক্তার অশোক মন্ডল মা ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে কারেন্ট শর্ট লেগে ছটকে পরে সাথে সাথে তার চিৎকারে আশে পাশের লোক ছুটে আসে এবং তাদের উদ্ধার করে। দাঁতের ডাক্তারের মা নমিতা মন্ডল ঘটনা স্থলে মারা যায় এবং স্ত্রী টুম্পা মন্ডলকে ডাক্তার খানায় নিতে নিতে মারা যায়। দাঁতের ডাক্তার অশোক মন্ডল স্ত্রী ও মাকে হারিয়ে কান্নায় ও আর্তনাতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে টুম্পা মন্ডলের রেখে যাওয়া ২ য় শ্রেণীতে পড়ুয়া ছেলে ও দেড় বছরের মেয়ের কান্নায় এলাকার মানুষ শোকে শোকাহত। তার এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরার সাথে সাথে হাজার হাজার মানুষ তার বাড়িতে এসে ভীড় জমায় এবং সকলে শোকে শোকাহত হয়ে পড়ে এবং তীব্র প্রতিবাদ জানায় ছোট একটা ভুলের কারণে এভাবে জড়ে গেল দুটি তাজা প্রাণ। তাই এলাকাবাসীর দাবি বিদ্যুৎ কর্মকর্তা সহ সরকারের যথাযথ উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে এভাবে আর কেউ বিদ্যুৎ এর ব্যবহার না করে। আর যেন কোন অবুঝ শিশুকে তার মাকে হারিয়ে এই অবস্থার সৃষ্টি না হতে হয়। পরে দাকোপ থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনার মর্গে নিয়ে যায়।