মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজ মাঠে ১৮ই নভেম্বর শনিবার সকাল ৯টার দিকে দক্ষিন আঞ্চলিয় আন্তঃমান্ডলীয় সভা কমিটি আয়োজিত আন্তঃমান্ডলীক আত্নিক উদ্দিপনা ও আরোগ্যদায়ী সভা অনুষ্টিত হয়েছে উক্ত সভায় অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে প্রশংসা আরাধনা, বাক্য পাঠ ও পরিচর্জা, পরিত্রান ও রোগ মুক্তির জন্য প্রার্থনা, দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা, ও বাক্য পরিচর্যায় প্রভুর অভিসিক্ত ব্যাক্তিবর্গ, উক্ত প্রার্থনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তদের উপছে পড়া ভিরে কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়, প্রার্থনা সভায় সন্ধ্যার দিকে অতিথী হিসেবে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন ও বক্তব্য প্রদান করেন। এছাড়া উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন আন্তঃমন্ডলীক এর সকল কর্মকর্তাবৃন্দ।