মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া চড়ার বাঁধ সার্ব্বজনিন কালি মন্দিরের ছাঁদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন।
বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মন্দিরের সভাপতি মানস কুমার রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি অনুদান ও এলাকার সকলের খুদ্র খুদ্র দানে এবং কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টায় আজ এই মন্দিরের ছাঁদ ঢালাই এর শুভ সূচনা করা হলো। সকলে আর্শীবাদ করবেন বাকি কাজ গুলো যেন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়। ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় মন্দিরের ছাঁদ ঢালাই এর কাজ শুরু হয়।
এসকল কাজের দ্বায়িত্ব থাকা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ঋষিকেশ হালদার বলেন আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বাজুয়া চড়ার বাঁধের কালি মন্দিরের ছাঁদ ঢালাই করা দীর্ঘ ২৭ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই মন্দিরের আছ উপরের ছাঁদ ঢালাই হচ্ছে এটা আমাদের কমিটির ও এলাবাসীর জন্য অত্যান্ত খুশির দিন। কেননা কালি পূজাকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয় আর চড়া নদীতে দীপাবলী উৎসবকে ঘিরে প্রতি বছর দুইদিন ব্যাপী যে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য ও কিছু দিন আগে একটা মঞ্চ ও নৌকা বাইচ দেখার জন্য গ্যালারি তৈরি করার কাজ চলছে। তার পাশেই আমাদের এই কালি মন্দির আর এর সৌন্দর্য বৃদ্ধির সেই স্বপ্ন আজ বাস্তবে রুপদান হতে যাচ্ছে। এসময়ে উপস্থিত ছিলেন বাজুয়া চড়ার বাঁধ কালি মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, বাজুয়া আর্য্য হরিসভার কর্মীবৃন্দ, সকলের ভালোবাসার সেই পলাশ গোসাই সহ এলাকার সুধীজন।