খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামে পানিতে ডুবে একমাত্র পুত্র সন্তান চার বোনের পর ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাজুয়া ইউনিয়নে চুনকুড়ি এলাকার বশির শেখের একমাত্র পুত্র সন্তান বাড়ির পাশে পুকুর পাড়ে সাথীদের সাথে খেলছিল। এ সময় সকলের অজান্তেই সে পুকুরে পড়ে ডুবে যায়। এরপর শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে আমন চারা রোপন কারী জনেরা সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে তাদের পায়ে পুত্র সন্তানটির মৃতদেহ বাধে পরে তার মরা দেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৯ আগস্ট শনিবার জোহর নামাজের আগে গাজী বাড়ি জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে গাজী বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।