মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চড়ার বাঁধ গ্রামে প্রতিপক্ষের হামলা, বাড়ি ঘর ভাংচুর ও সন্ত্রাসী আক্রমনে বাড়ির জায়গা দখল ও পথ আটকে দেওয়ায় মানবতার জীবন যাপন করছে অসহায় মুক্তি যোদ্ধার সন্তান বিলকিস বেগম ও তার স্বামী শাহাজান শেখসহ গোটা পরিবার। যেন দেখার কেউ নেই। শাহাজান শেখ বলেন আজ আমি পঙ্গু ও অচল বলে আমার পাশে কেউ নেই। শাহাজান শেখের স্ত্রী বিলকিস বেগম বলেন এ কেমন আইন ও বিচার ব্যবস্থা আমি মুক্তি যোদ্ধার সন্তান। আমার বাবা মুক্তি যোদ্ধা ছিল তার সন্তান হয়ে আজ স্বাধীন দেশে আমার স্বামী সন্তান নিয়ে বাড়ির ভিতর গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আবদ্ধ হয়ে জীবন যাপন করছি। এজন্য কি আমার পিতা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছিল। এটাই কি স্বাধীন দেশের বিচার ব্যবস্থার নমুনা। দীর্ঘ ৬০ বছর ধরে আমার শশুর, শাশড়ি স্বামী এই বাড়িতে বসবাস করছে। আর হঠাৎ করে মিথ্যা বানোয়াট কেচের রায় নিয়ে কোন নোটিশ বা অপসারণের সতর্ক বার্তা ছাড়াই আমাদের বাড়ি ঘর ভাংচুর ও যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। আমরা এখানে দুই ঘর মুসলমান বলে এমন সন্ত্রাসী কর্মকান্ড করে পথ বন্ধ করতে পেরেছে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, প্রশাসনসহ সকলকে বিষয়টি জানানোর পরও সকলে নিরব। এটা কি স্বাধীন দেশের বিচার ব্যবস্থা হতে পারে। সকলের কাছে আমি একজন মুক্তি যোদ্ধার সন্তান হিসেবে জানতে চাই। সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এখনো পর্যন্ত বাড়ি ঢুকার পথ আটকে রাখা হয়েছে। পুরো পরিবার আজ বাড়ি থেকে বের হতে পারছে না। গত ১৮ ই জানুয়ারি বৃহস্পতিবার থেকে বাড়ির সামনের জায়গা দখল করে ঘিরে রেখেছে পাশের লোকেরা। তাই প্রশাসন সহ এলাকার সকল নেতারা নিরব। মানুষের যাতায়াতের পথ আটকে রাখা হয় এটা দাকোপে এই প্রথম দেখা গেল। প্রশাসন সহ সরকারের সকল পর্যয়ের কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি।