মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনার দাকোপের বাজুয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। জানা যায় আজ থেকে ৫২৪৯ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। তাই আজ ০৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সকালে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে বাজুয়া আর্য্য হরি সভার আয়োজনে ও দাকোপে সৎসঙ্গ মন্দিরসহ এলাকার বিভিন্ন মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হতে দেখা যায়।
ভক্তরা বলেন ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ পূন্য আবির্ভাব তিথি উপলক্ষ্যে “আর্য্য হরি সভা” – বাজুয়া কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করে। নয়নাভিরাম শোভাযাত্রাটি হরি সভা চত্বর হতে শুরু হয়ে বাজুয়া চড়ার বাঁধ, চুনকুড়ি বাঁধ, বাজুয়া ইউনিয়ন পরিষদ দিয়ে বাজুয়া খেয়া ঘাট, খুটাখালি বাজার হয়ে বাজুয়া বাজার প্রদক্ষিণ করে হরি সভায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হরি সভার মহাপরিচালক ও খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, আর্য্য হরি সভার উপ-মহাপরিচালক জিতেন্দ্রনাত বিশ্বাস, সাধারণ সম্পাদক বিজন কুমার রায়, সম্পাদক মন্ডলী ও কার্য নির্বাহী সদস্য বৃন্দ, বাজুয়া এস এস কলেজ, এলবিকে সরকারি মহিলা মহাবিদ্যালয়,বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বাজুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী সহ এলাকার হাজারো আর্য্য ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। আর্য্য হরি সভার মহাপরিচালক জানান আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ধারাবাহিক দুদিন ব্যাপী অনুষ্ঠান চলমান থাকবে। সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে সবান্ধবে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা গেল। সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।