খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ। ০৮ আগস্ট মঙ্গলবার দাকোপের বাজুয়ায় প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক হাট বসেছে। আর সেই হাটে এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজুয়া বাজার ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে আমন ধান রোপনের ভরা মৌসুম। আর এই ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজারে দেখা যায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রি হয়। একই ভাবে এলাকার ধান চাষীরা হাটে আসে মানুষ কেনার জন্য। তারা বাজুয়া হাট থেকে মানুষ কিনে নিয়ে যায় বাড়ি এবং তাদের দিয়ে জমির ধান রোপন করে থাকে। মঙ্গলবারে মানুষ নিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত কাজ করিয়ে থাকে। এক সপ্তাহ কাজ করার পর তারা আবার বাজুয়া হাটে উঠে মঙ্গলবারে আবার অন্য এক জায়গায় বিক্রয় হওয়ার জন্য। কয়রা থেকে আসা তালেব শেখ বলেন আমি প্রতি বছর আসি ধান রোপনের সময় বাজুয়া হাটে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি এই সপ্তাহে দাম বলছে কম এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে ৩০০০-৩৫০০ টাকা অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছিলাম ৪২০০-৪৫০০ টাকা পর্যন্ত। এই সপ্তাহে দাম বলছে কম দেখি এই রেটে কাজ করবো কিনা ভাবছি। বাজুয়া হাটে মানুষ কিনতে আসা বানিশান্তা এলাকার কৃষক উত্তম রায় বলেন এই হাটে জনের দাম একটু কম আছে তাই স্বস্তি পেয়েছি। বাবা গত হাটে যে দাম গেছে জনের তাতে দিশেহারা হয়ে পড়েছিলো এলাকার আমন চাষীরা। আজ হাট থেকে আমি ১২ জন মানুষ কিনেছি এক সপ্তাহের জন্য প্রতিজন এক সপ্তাহের জন্য ৩ হাজার টাকা দিয়ে ১২ জনকে আমার মোট দিতে হবে ৩৬ হাজার টাকা। এবার জন কৃষেন, চাষ, সার, বীজের যে দাম তাতে এলাকার আমন চাষীরা দিশেহারা হয়ে পড়ছে ধান রোপন করতে গিয়ে।