মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকাপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। শুক্রবার ০৬ অক্টোবর সকাল ১১টায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, প্যানেল চেয়ারম্যান লিপিকা মন্ডল, ইউনিয়ন সচিবদের পক্ষে বক্তব্য রাখেন মাধব চন্দ্র বালা, গোবিন্দ রায়, সমীর বগচী, কাইদি আজম প্রমূখ।