মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনা নগরীর গোবরচাকা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দৃর্বৃৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ইমনের বুকের বাম সাইডের খাচায় বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনের মোহাম্মদ খার সামনে দাড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটর সাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখের বুকের বাম সাইডের খাচায় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।