1. admin@amarsangbadpratidin.com : admin :
  2. holyjannattv@gmail.com : rajib :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৪, ২:৫২ পি.এম

খুলনায় শীত নিবারণে পুরাতন কাপড়েই ঝুঁকছে মধ্যবিত্তরা মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- সারা দেশে চলছে শীতের মৌসুম কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। কনকনে ঠান্ডায় মানুষ নির্জীব, বেলা বের না হওয়া পর্যন্ত কাজে চলছে ধীরগতি। এই পরিবেশে অর্থসংকটে অধিকাংশ মানুষ তাইতো শীত নিবারণে খুলনার বিভিন্ন ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। খুলনার দাকোপ উপজেলার পুরাতন কাপড় বিক্রয়ের জন্য খ্যাত উপজেলা সদরের চালনা বাজার ও বাজুয়া বাজার যেখানে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা সহ সকল মানুষের কাপড় পাওয়া যায় সুলভ মূল্যে। সপ্তাহে মঙ্গলবার ও বুধবারের হাটে দেখা যায় উষ্ণ কাপড় ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে বিক্রয় করা হয় মাফলার-৫০, কানটুপি-২০, চাদর-১০০, ট্রাউজার-৬০, জেকেট-১০০ সহ শীত নিবারণের বিভিন্ন উষ্ণ কাপড়। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, যশোর থেকে আনা হয় এ সব কাপড়। এমনি একজন কাপড় বিক্রেতা মাসুদ রানার সাথে কথা বললে তিনি জানান, খুলনা ডাকবাংলো মার্কেটে কাপড় বিক্রি করতাম মার্কেটটি যুগ যুগ ধরেই পুরাতন কাপড় বিক্রয়ের জন্য সেরা ছিল। বর্তমানে পুরাতন কাপড় ক্রয়ের জন্য অনেক ক্রেতাই এখানে আসে না ফলে বিক্রি অনেক কম হচ্ছে তাই বিভিন্ন বাজারে এসে পুরাতন কাপড় বিক্রয় করছি। বাজুয়া বাজারে কাপড় ক্রয় করতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কম মূল্যে মোটামুটি একটু ভালো কাপড় পাওয়া যায় এখানে তাই নিজে ও পরিবারের সদস্যদের শীত নিবারণ করতে কাপড় কিনতে প্রায়ই আসি। মার্কেটটাকে আরো একটু সম্প্রসারণ করে স্থায়ী মার্কেট করে দিলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ স্বল্পমূল্যে ভালো কাপড় ক্রয় করতে পারবে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।