খুলনায়” যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক লেন্টুকে গ্রেফতার,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনায়”সাজাপ্রাপ্ত আসামী আঃ রাজ্জাক লেন্টু যশোর জেলার চৌগাছা থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি।সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
২০০৫ সালে আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০)কে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে এবং আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা রুজু করে।
বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী আঃ রাজ্জাক লেন্টু কে জাবজ্জীবন সাজা সহ ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।এরই ধারাবাহিকতায় আজ রবিবার ২৩ জুলাই ২০২৩ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি ১ আঃ রাজ্জাক লেন্টু থানা- চৌগাছা, জেলা- যশোর কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।