খুলনায় মোবাইল কোর্ট পরিচালনায় ধূমপান ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন সামগ্রী উদ্ধার
মোল্লা জাহাঙ্গীর আলম –খুলনা //
খুলনা জেলার নিরালা আবাসিক এলাকার একটি ভবনে জে টি আই কোম্পানির গোডাউনে গত ১৮ জুলাই মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় গোডাউন থেকে ধূমপান ও তামাকজাত পণ্যের প্রচারণার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার অবৈধ বিজ্ঞাপন সামগ্রী উদ্ধার করা হয়।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ~ ২০০৫ অনুসারে তামাকজাত দ্রব্যের প্রচারণা ও বিজ্ঞাপন সামগ্রী মজুদ ও সরবরাহের অপরাধে জে টি আই কোম্পানির ডিলারকে ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় ।
এ অভিযানে তামাক বিরোধী জেলা টাস্কফোর্স ও সিভিল সার্জন প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অভিযানে ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ সহায়তা করেন।
এ অভিযানের সময় গোডাউন থেকে ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিজ্ঞাপনের ডিসপ্লে বক্স , স্টিকার , লাইটার সহ ডিসপ্লে বোর্ড এবং প্রণোদনার জন্য উপহারসামগ্রী জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অপ্রতিম কুমার চক্রবর্ত্তী।