খুলনায় ব্যাটারি চালিত ভ্যান চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা
মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা //
খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামের রহমান খানের ছেলে মারুফ খান (১৭) বছরের একটি শিশুর লাশ পাওয়া গেছে গত ৩০শে জুলাই রবিবার সকাল ১১টার দিকে।পুলিশ লাশ উদ্ধার করে মরবে প্রেরণ করেছে। পুলিশ সূত্র জানা গেছে ,গত শনিবার বিকালে ফুলতলার ডাউকোনা মারুফ খান যাত্রী বহনের জন্য তার ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু সারা রাতের মধ্যে মারুফ আর বাড়িতে ফেরেনি। রবিবার সকালে পিপরাইল গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস বিল ডাকাতিয়াস্থ মৎস্য ঘেরের পাড়ে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে সবাইকে জানান তখন এলাকাবাসী পুলিশকে জানায়।বেলা সাড়ে ১১টার দিকে থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফের লাশ উদ্ধার করেন।পরে লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, নিহতের মারুফের পরিবারের লোকজন আসার পর মামলার রেকর্ড করা হয়েছে।