খুলনায় নতুন সিভিল সার্জন ডা. সবিজুর রহমান
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র চীফ রিপোর্টার
খুলনার নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডা. মোঃ সবিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই ডা. মোঃ সবিজুর রহমানকে সাতক্ষিরা থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেওয়া হয়। তিনি সে অনুযায়ী গত রবিবার খুলনায় সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। উল্লেখ্য, নতুন সিভিল সার্জন ডা. মোঃ সবিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে ২২ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়। তিনি পাবনা জেলার চাটমহন উপজেলার বাসীন্দা। নবাগত সিভিল সার্জন যাতে যথাযথ ভাবে খুলনায় দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।