খুলনায় “দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর লাশ উদ্বার,
মোল্লা জাহাঙ্গীর আলম– খুলনা //
খুলনায় লুৎফুল কবির নওরোজ (৫৮) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের আব্দুলের মোড় এলাকায়। তিনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ছিলেন।
গত রবিবার ১৬ জুলাই ২০২৩ এর সন্ধ্যা ৬টার দিকে কাজীবাছা নদীর তেতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানিয়েছেন।কাজীবাছা নদী সংলগ্ন হ্যাচারির পুকুরে মরদেহটি ভাসছিল।
সেখান থেকে তার লাশ উদ্বার করা হ য়।নিহতের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি কার্ড উদ্ধার হয়েছে। পরিবার জানিয়েছে, তিনি গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।