খুলনায় ঢাকা প্রতিদিন পত্রিকা বন্ধের ধারাবাহিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।
৮’ম ওয়েজবোর্ডের আওতাভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল চেষ্টা অব্যাহত রেখেছেন।
উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও চলমান রয়েছে। কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলাম আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
এরই প্রতিবাদে আজ বুধবার ২৫শে” জুলাই এর বেলা সাড়ে ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধিবৃন্দ, খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক এ এম রেজোয়ান রাজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় এবং দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মানছুর রহমান জাহিদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য,
সিনিয়র সাংবাদিক সেলিম রেজা বকুল,ঢাকা প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান, ঢাকা প্রতিদিনের ডুমুরিয়া প্রতিনিধি আব্দুর রশিদ, বি,এম এফ টিভির প্রতিনিধি মামুন হাসান, সাংবাদিক মিজানুর রহমান, শামীম হোসেন, আবুল হোসেন বাসার, মুক্তার হোসেন, মুশফিক মেহেদী।
এ সময় প্রতিবাদ সভায় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, সুমি আক্তার, আল-ইমরান, কাজী সোহাগ, শাফিয়ার রহমান, গোলাম রসুল, মেহেদী হাসান কাজল, কাজী জীবন বারী, মফিজুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম, আতিকুর রহমান, শুম্ভ দাস, মিল্টন মন্ডল, মোঃ তরিকুল ইসলাম ডলার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকুরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে।
এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সভায় খুলনা জেলার বিভিন্ন দৈনিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভার পূর্বে বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।