খুলনায়” ওয়ান শুটারগানসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামে কতিপয় এক ব্যক্তি অস্ত্র বিক্রয় এর উদ্দেশ্যে গত বুধবার ১২ই জুলাই এর রাতে অবস্থান করেন।
এমন তথ্যের ভিত্তিতে খুলনার র্যাব-৬ এর একটি দল উক্ত তারিখে খুলনার শেখপুরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১মোঃ বেল্লাল সরদার (৩৭), থানা-তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২টি গুলি উদ্ধার পূর্বক জব্দ করেন।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়া ধীন।